1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিপ্রবিতে ৫১ জনের শাস্তি: ছাত্রলীগ নেতা স্বাধীনসহ ২১ জনকে বহিষ্কার  আরিফ উদ্দিন দেওয়ানগঞ্জ পৌর বিএনপি’র সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত ৯ বছর পর আগামীকাল জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দেওয়ানগঞ্জে সদরে বিক্রি হওয়া জমি বেদখলের পায়তারা করছে ওয়ারিশ! ইসলামপুরে ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ইসলামপুরে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ জাবিপ্রবিতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস ও শিক্ষক নিয়োগের দাবি দেওয়ানগঞ্জে এক ভোক্তভোগী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন ইসলামপুরে এক ভোক্তভোগীর সংবাদ সম্মেলন ইসলামপুর ধর্মকুড়া ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের মারধরের প্রতিবাদে মানববন্ধন 

ফলোআপ-মেলান্দহের টনকিবাজারে ব্যবসায়ীদের জায়গা বেদখলের অভিযোগ  #অবৈধ দখলদার উচ্ছেদ দাবি ব্যবসায়ীদের

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের স্হানীয় বিএনপি প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে টনকিবাজারের ডিসিআর কাটা ব্যবসায়ীদের জায়গা বেদখল বাণিজ্য করার অভিযোগ উঠেছে। সরকারি লিজ নেওয়া ডিসিআর কাটা ব্যবসার জায়গা বেদখল হওয়ায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা।

ভোক্তভোগীদের অভিযোগ, কিছু প্রভাবশালী বিএনপি নেতাদের বাজারে কোন জমি না থাকলেও প্রকৃত ব্যবসায়ীদের উচ্ছেদ করে নতুন করে টিনসেট ঘর তুলে খাস জমি নিজেদের কব্জায় নিয়ে অন্যের দোকান বসিয়ে কৌশলে “জোর যার মূলুক তার” স্টাইলে ব্যবসায়ীদের জায়গা জবরদখল বাণিজ্য করছে। ফলে বাজারে কাঁচা মাল ব্যবসায়ীসহ প্রকৃত ব্যবসায়ীরা তাদের দীর্ঘ দিনের লিজ নেওয়া ব্যবসার জায়গা সংকোচন ও বেদখল হওয়ায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন। কাঁচামাল ব্যবসায়ীদের ব্যবসা করার বসা জায়গা পাচ্ছে না।

ভোক্তভোগী নিরঞ্জন বাবু জানান, তার দোকানের জায়গায় বেদখল হওয়ায় ১৬ফিটের জায়গার মাধ্যে এখন ৯ফুট রয়েছে। বাকি জায়গাতে প্রভাবশালীরা কাজ করতে দিতেছেনা।

ভোক্তভোগী সাখাওশাত হোসেন তামসা জানান,”আমাদের বাজারে যারা ডিসিআর কাটা আছে তারা কেও কম নিতেছে আবার কেও শক্তির জোরে বেশি নিতেছে। তাদের মধ্যে আমিও একজন ভোক্তভোগী,আমার ডিসিআর কাটা রয়েছে সারে ৬ফিট আমি পায়ছি সারে ৫ফিট।”

কাঁচামাল ব্যবসায়ী ভোক্তভোগী হাবিবুর রহমান জানান,”আমরা যারা কাঁচা মালের ব্যবসায়ী আছি এখানে আমরা দোকানদারী করতে পারতাছিনে।এখন বর্তমানে বাজারে কাজ হতেছে,যার যার মনে ঘর তুলতাছে, আমারা যারা কাঁচা মালের ব্যবসায়ী সরকারের নিকট আবেদন জানাইতাছি আমাদের ভালমতো জায়গা করে দিবেন।”

ভোক্তভোগী নজরুল ইসলাম লেবু জানান,”দখল করছে বিএনপি, আমাদের দলের বিএনপির কিছু উশৃংখল আছে এরা কাগজপাতি না থাকা সত্ত্বেও জায়গা দখল করছে। আমি আশা করি যাদের কাগজপত্র আছে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হোক”এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক।”

গোলাম মোস্তফা নহিনসহ বাজারের ব্যবসায়ীদের অনেকেরই অভিযোগ, যার ডিসিআর কাটা ১০ফুট ;সে দখল করছে ২০ফুট। বাজারে কাঁচা বাজার ও কলা ব্যবসয়ীদের বসার জায়গা বেদখল হয়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতাদের সমস্যা সৃষ্টি হয়েছে।

এছাড়াও প্রভাবশালীদের মদদে মহাসড়কের খালি জায়গাও বেদখল করে দোকানপাট তুলা হচ্ছে । গত ২১জুন এই নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এব্যাপারে টনকি বাজার ইজারাদার জাহিদুল ইসলাম জাহিদসহ সচেতন মহলের অনেকেই জানান, বাজার বসা খাস জমি বেদখল হওয়ায় বাজারে খাজনা আদায় কমে যাবে। কেও যেন সরকারি জায়গা বেদখল করতে না পারে এব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এব্যাপারে অভিযুক্ত ডিসির কাটা ছাড়া বেদখল করে থাকা কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিস্টি বাবুল জানান,”আমি এই জায়গা ৫বছর ধরে ব্যবসা করছি, লেবুর জায়গা,লেবু যখন ঘর তুলতে চেয়েছে ছেরে দিয়েছি। আমি কারো জায়গা দখল করিনি। আমি ৫বছর এখানে ব্যবসা করেছি, ঘর মালিক আসলে আমরা জায়গা ছেরে দিয়ে যাবগা।”আমরা চাই যার ডিসিআর কাটা সেই জায়গা পাক।

প্রশাসনের নিকট এব্যাপারে টনকি বাজারের ভোক্তভোগী ব্যবসয়ীদের একটাই দাবি ডিসিআর কাটা অনুযায়ী তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হোক।

এব্যাপারে কুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী রাসেল মাহমুূদ জানান,যার যতটুকু ডিসিআর কাটা সে ততটুকু জায়গা পাবে, স্যার(উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সাথে কথা হয়েছে কেও রাতারাতি জোরপূর্বক ঘর উঠালে মেপে ভেঙে দেওয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম আলমগীর জানান, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনতেছি,উপজেলা কেও এবিষয়ে অভিযোগ দেইনি।ভূমি অফিসের এসিল্যান্ড ঢাকায় রয়েছে,সে ঢাকা থেকে আসলে বিষয়টি দেখা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট