নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর পৌর শহরে ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান ও সাইফুল ইসলামসহ ভোক্তভোগী পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মলনে অভিযোগ করে বলেন, সমাজে আমরা নিরীহ হওয়ায় আমাদের বসত বাড়ীর ৪৮ শতাংশ ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলে নেন প্রতিপক্ষ আতাউর রহমান,হারুনূর রশিদ উজ্জল গংরা।
এরপরেও পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা ছোট বোন শিলাকে লোহার রড ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটায়।
এসব ঘটনায় নিজেদের দোষ ঢাকতে আতাউর রহমান আগা ও হারুনূর রশিদ উজ্জল বাদী হয়ে উল্টো দুটি মামলা দিয়ে সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠায়। বর্তমানে তারা কারাভোগ করছেন।
ভূক্তভোগি ওই পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট এসব ঘটনার সুস্থ্য তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী জানান।