নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২,ইসলামপুর আসনে এমপি প্রার্থী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. ছামিউল হক ফারুকী।
ইসলামপুর প্রেসক্লাবে সভাপতি মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে জামায়াতে ইসলামী জামালপুর জেলা কমিটির শুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, ইসলামপুর উপজেলা জামায়াতে আমীর রাশেদুজ্জামান ও সেক্রেটারি আবু মূসা,সহ সেক্রেটারি আব্দুর রহমান ওমর, জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হেসেন, ইসলামপুর উপজেলা শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহসান উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জামালপুর-২,ইসলামপুর আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. ছামিউল হক ফারুকী বলেন,”আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্হা চাই। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রয়েছে, যেখানে দূর্নীতি থাকবেনা, চাঁদাবাজ থাকবে না, অন্যায়,অভিচার ও জুলুম থাকবে না। যেখানে সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে যে নির্বাচন হবে সেটি স্বচ্ছ হবে, আমাদের দাবি একটাই নির্বাচনের আগে সংস্কার এমন করতে হবে; যেখানে কোন ভোট চুরি হবে না। আমরা তিনশত আসনেই নির্বাচন করবো।
ইসলামপুর আসন নিয়ে তিনি বলেন, সারাদেশে ন্যায় ইসলামপুরেও একটি গুনগত পরিবর্তন হওয়া দরকার। রাজনৈতিক ধারা পরিবর্তন হওয়া দরকার।এমন রাজনৈতিক ধারা পরিবর্তন করা দরকার, যে রাজনীতি হবে জনকল্যাণে ও সমৃদ্ধ ইসলামপুর গড়ার লক্ষ্যে। আমাদের পরিকল্পনা আছে যে আমরা যদি জনগণের সমর্থন পাই। আমাদের স্লোগানই হবে আধুনিক ও সমৃদ্ধ ইসলামপুর গড়ার। এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আগামী দিনে আরও কাজ করবো।”