জাবিপ্রবি প্রতিনিধি,মো. তৌহিদুল ইসলাম:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ ২০২৫ সালের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যীনাত মিয়া আজিজুল (ব্যবস্থাপনা বিভাগ), এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিলুফার ইয়াসমিন (সমাজকর্ম বিভাগ)।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আখতার
আজ বুধবার (৬ আগস্ট) নবনির্বাচিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রোকনুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপাচার্য কমিটিকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার পরামর্শ দেন।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো. হাফিজ উদ্দিন (ফিশারিজ বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক শাবন (ইইই বিভাগ), সাংগঠনিক সম্পাদক তাসমাবা আক্তার শাপলা (ফিশারিজ বিভাগ), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাসান (ইইই বিভাগ),
এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. মনিজুল তাহির (সমাজকর্ম বিভাগ), প্রচার সম্পাদক সোরায়ার হাসান সজীব (ব্যবস্থাপনা বিভাগ), অর্থ সম্পাদক মো. শাকিল মিয়া (ব্যবস্থাপনা বিভাগ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফরা সুলতানা মিনাহা (ফিশারিজ বিভাগ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইশতিয়াক হাসান রাহাত (ফিশারিজ বিভাগ) এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম তৃষা (ফিশারিজ বিভাগ)।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সালিমা জাহান প্রাপ্তি, মাইশা মানিক মাহনা (গণিত বিভাগ), শারমিন সুলতানা জেরিন এবং রিমন হাসান (ব্যবস্থাপনা বিভাগ)।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি যীনাত মিয়া বলেন, ‘কিশোরগঞ্জ জেলা থেকে আগত সব শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, তাদের স্বার্থরক্ষা এবং সহায়তার জন্য আমরা একসঙ্গে কাজ করব। এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি।’
সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন বলেন “আমার ভিষণ ভালো লাগছে।
আমরা আমাদের Kishoreganj Student Association আমরা প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা করতে অনেক দিন যাবত চাচ্ছিলাম আজ অবশেষে হলো।
এটি একটি সেচ্ছাসেবীমূলক সংগঠন। আমরা ১৭ জন ছিলাম এখন আরো নতুন ৫/৬ জন ভর্তি হয়ছে। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং আমরা যারা কিশোরগঞ্জের আছি এবং নতুন যারা আসবে সবার নিজেদের মধ্যে বন্ডিং ক্রিয়েট করা এবং সুন্দর সম্পর্কও যোগাযোগ বজায় রাখা।”