মো: তৌহিদুল ইসলাম,জাবিপ্রবি প্রতিনিধি:
‘স্মৃতি, সংগ্রাম রাষ্টচিন্তা: সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (৫ আগস্ট) স্বরণ র্যালির মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা, রচনা ও বির্তক প্রতিযোগীতা এবং শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়েছে৷
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান৷ ছাত্রী হলের প্রোভেস্ট ড. মৌশুমী আক্তার ও শিক্ষার্থী এন্যির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার গণঅভ্যুত্থানে শহীদ ৪ শহীদ পরিবারের ব্যক্তিবর্গ, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ শাহজালাল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা৷
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান তার বক্তবে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানের স্পৃহা ধারন করে ভবিষ্যত সম্মৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মানে মনোযোগী হওয়ার উদাত্ত আহবান জানান। রাষ্ট্রের সংকটের জাগয়াগুলো চিহিৃত করার ও সমাধানের পন্থা বের করার চিন্তাশীলতার তথা রাষ্টচিন্তার উপর জোরদার করেন৷
অনুষ্ঠানে ‘গণঅভ্যুত্থানের শিক্ষা ও রাষ্টচিন্তার দীক্ষা: সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট গঠনের প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াসির আরাফাত, যীনাত মিয়া আজিজুল, মো. মোরসালিন, আব্দুল আহাদ, শায়লা আক্তার, উমর ফারুক, চৈতালী জ্যোতী, শাহরুখ ইসলামসহ শিক্ষার্থীরা৷ অনুষ্ঠানে বক্তব্য প্রদান, রচনা প্রতিযোগীতা, ভিডিও কনটেস্ট ও বির্তক প্রতিযোগীতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।