স্টাফ রিপোর্টার :
জামালপুর জেলার ইসলামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইসলামপুরের বাস্তবায়নে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষক পর্যায়ে তাল ও নারিকেল চারা রোপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার ১০ নং গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা বিএনপি সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব মোঃ সুলতান মাহমুদ বাবু চারা রোপন শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চারা রোপনের মাধ্যমে কৃষি সম্প্রসারণ এগিয়ে যাবে। তিনি বলেন আগামীতে আমি যদি এই এলাকার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে বিএনপি সরকারের মাধ্যমে ভিএসদের উন্নত ট্রেনিং এর জন্য টিম করে বিদেশে পাঠাবো।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল তার বক্তব্যে বলেন বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছেন বজ্রপাতে দেশের মানুষের মৃত্যু হয়। তাই তাল গাছের চারা রোপনের মাধ্যমে মৃত্যু ঝুঁকি থেকে রক্ষা পাবার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি একেএম শহিদুর রহমান।
এ সময় অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শামীম আল মামুন, উপসহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, এস এম তৌহিদুল ইসলাম, মোঃ হালিম, গাইবান্ধা ইউনিয়ন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ছামিউল হক,স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ ইসমাইল হোসেন প্রমুখ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন।