ওসমান হারুনী,জামালপুর সংবাদ ডেস্ক:
জামালপুর-২,ইসলামপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলীয় মনোনীত এমপি প্রার্থী হয়েছেন সুলতান মাহমুদ সিরাজী।
জানা গেছে,মাওলানা সুলতান মাহমুদ সিরাজী জামালপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালনসহ ২০১৯ সাল থেকে ইসলামপুর উপজেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি একজন হাফেজ এবং এম এ মাষ্টার্স ও কামিল ডিগ্রি ধারী পরিচ্ছন্ন একজন সমাজসেবক ও রাজনীতিবীদ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে তিনি জামালপুর-২,ইসলামপুর আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন।
ইসলামপুর উপজেলা বাসীর সেবা প্রত্যাশা নিয়ে এমপি প্রার্থী হিসাবে মাওলানা সুলতান মাহমুদ সিরাজী দীর্ঘ দিন থেকে তার নির্বাচনী এলাকায় গণ সংযোগ ও সভা সমাবেশ মিটিং,মিছিলে ব্যস্ত সময় পার করছেন।
মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর জন্ম ১৯৮৬ ইং সালে। তিনি যমুনা বিধৌত পশ্চিম ইসলামপুরের ঐতিহ্যবাহী গুঠাইল বাজার সংলগ্ন আকন্দপাড়ায় জন্ম গ্রহন করেন। প্রাথমিক শিক্ষা গুঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করে গুঠাইল রহিমা জাব্বার হাফিজিয়া মাদরাসায় পরিবত্র কুরআনের হিফজ শুরু করেন। হিফজ শেষ করে ঢাকা হাজী আইমুন্নেছা হাফিজিয়া মাদরাসা খিলগাও এ হিফজ শুনানো হয়। এর পর কওমী মাদরসায় যথাক্রেমে মিরপুর পল্লবী হাজী আ: রশিদ মুল্লা মাদরাসায় তারপর জামিয়া দারুল উলুম মাদরাসা মতিঝিল এ অধ্যায়ন করেন ২০০৬ইং সাল পর্যন্ত । ২০০৭ ইং সালে ইসলামপুর ইসলামীয়া তৎকালিন ফাজিল (ডিগ্রী) বর্তমানে কামিল মাদরাসায় দাখিল পরিক্ষায় অত্র মাদরাসায় মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ২০০৯ ইং সালে অত্র মাদরাসা হতে আলিম ও ২০১২ ইং সালে ফাজিল পরিক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ন হন। ২০১৪-১৫ শেষনে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল কুরআন এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগে ফাষ্টক্লাশে মাস্টার্স সমাপ্ত করেন । ২০১৬ ইং সালে বেলটিয়া কামিল মাদরাসায় হাদিস বিভাগে ফাষ্টক্লাশে কামিল সমাপ্ত করেন।
কর্মজীবনে তিনি ইসলামপুর উপজেলায় প্রথম মহিলা কওমী মাদরাসায় গুঠাইল খাদিজাতুল কুবরা রা: মহিলা কওমী মাদরাসা ২০১১ইং সালে প্রতিষ্ঠা করেন। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩৫০ এর অধিক, শিক্ষক/শিক্ষিকা স্টাফ ১৬জন। প্রতিষ্ঠানটি দুর্বার গতিতে পরিচালিত হয়ে আসছে।প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজারে ব্যাবসা পরিচালনা করে আসছেন।
এছাড়াও তিনি কাছিমা ফকির পাড়া বাইতুল আজিম জামে মসজিদে ২০১০ ইং সাল হতে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। এবং ইসলামপুরের ঐতিহ্যবাহী পচাবহলা ঈদাগাহ মাঠে ২০১৭ ইং সাল হতে সু-নামের সহিত ইমামতির দায়িত্ব পালন করে আসছেন।
একান্ত সাক্ষাৎকারে মাওলানা সুলতান মাহমুদ সিরাজী জানান,”ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ আজ এক দলীয় শাসন ব্যবস্হা থেকে মুক্তি পেয়েছে,গণতন্ত্রের নতুন হাওয়া বইছে। ইসলামপুর বাসীর উন্নয়নে কাজ করতে চাই”। ইনশাআল্লাহ।।
তিনি নির্বাচনে জয়ী হলে ইসলামপুর উপজেলা নদী ভাঙ্গন রোধ,শিক্ষা ব্যবস্হার অগ্রগতি ও উন্নতি,যোগাযোগ ব্যবস্হার উন্নতি, দারিদ্র্য বিমোচন,বেকার সমস্যা সমাধান, পিছিয়ে পড়া মানুষকে বিশেষ রাষ্টীয় সুবিধা প্রদান, গ্রামীন অবোকাঠামোর উন্নতি, উন্নত চিৎসাব্যবস্থাপনা, আইনের শ্বাসন প্রতিষ্ঠা, ইমাম মুয়াজ্জিন দের সামাজিক মুল্যায়ন,মাদরাসা মসজিদের কাঠামোগত উন্নয়ন, সংখ্যালঘুদের নাগরিক অধিকার ও তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতরণ, মাদকমুক্ত ইসলামপুর গঠন, বেকার সমস্যার যথাসাধ্য সমাধান,ধর্মবর্ণ নির্বিশেষে মানবতা ও মানুষের জীবন মান উন্নয়নে আধুনিক ইসলামপুর গঠন করবেন বলে জানিয়েছেন।