নিজস্ব প্রতিবেদক:
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ”আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক প্রকল্পের আওতায় শহিদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী সরকারি আশেক মাহমুদ কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পরিষদের সহায়তায় রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের আহ্বায়ক, রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক এবং সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, রক্তদান মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। প্রতি চার মাস পরপর মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এবং শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই আমরা যদি চার মাস পরপর স্বেচ্ছায় রক্তদান করি তবে সেই রক্ত দিয়ে কোন একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচতে পারবে, যা একটি মহৎ কাজের অংশ। রক্তের বন্ধন যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক ও আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের সদস্য সচিব আমানুল্লাহ আল মারুফ।
উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন জামালপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. মোঃ আহসান হাবীব আদনান, বেসরকারি এম এ রশীদ হাসপাতালের জরুরি বিভাগের কনসালটেন্ট ডা. নুরে আলম। এছাড়াও রক্তের বন্ধনের সহ সভাপতি একে আজাদ হিমুর সঞ্চালনায় রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন।
দিনব্যাপী কার্যক্রমে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ করা হয়। সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে মাদক বিরোধী গান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে শহিদদের স্মরণে গত ২১ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করে রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা। জেলার ৫টি উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ছয় হাজার জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ৯০ ব্যাগ রক্ত প্রদান করেছে। এছাড়াও ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করে রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।