1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেল ৩ টার দিকে নালিতাবাড়ী পৌরসভার আড়াইআনী চকপাড়া মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবুল মিয়া উপজেলার পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
অপর দিকে বিকাল ৫টার দিকে উপজেলার দাওধারা কাটাবাড়ী এলাকার বন থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নালিতাবাড়ী পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাবুল মিয়া ব্যক্তিগত জীবনে দুইটি বিবাহ করেন। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ঘরটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন। পরে আর্থিক সংকটে ভাড়া ঘরটি ছেড়ে দিলে ওই ঘরটি পরিত্যক্ত থাকে। তবে মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে রাত যাপন করতেন। শুক্রবার রাতে সাড়ে নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে কয়েল কিনে এনে ওই ঘরে রাত যাপনের উদ্দেশ্যে যান বাবুল মিয়া। পরে শনিবার দুপুরে স্থানীয়রা ওই ঘরে বাবুল মিয়ার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছে বলে জানায় পুলিশ।

অপরদিকে গত কয়েকদিন যাবৎ জীর্ণশীর্ণকায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উপজেলার দাওধারা কাটাবাড়ী পাহাড়ী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। শনিবার বিকেল ৫ টার দিকে পাহাড়ী বনে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,পৌর শহরের আড়াইআনী চকপাড়া মহল্লায় পাওয়া বাবুল মিয়া মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছিল। লাশের সুরতহাল শেষে মনে হচ্ছে ঘটনাটি গত রাতের। অপরদিকে দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে পাওয়া মরদেহটির আশেপাশে হাতির পায়ের চিহ্ন দেখা গেছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পৃথক ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট