নিজস্ব প্রতিবেদক: জামালপুরের রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে এবং দেশব্যাপী অব্যহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) বেলা ১১ টায় সরকারী আশেক মাহমুদ কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পাঁচ রাস্তায় মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন – মাহামুদুল হাসান বিবেক,আশেক মাহমুদ কলেজ বাংলা বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান ও আফরিন জাহান আঁখি এবং আবির সৌরভ প্রমুখ।
শিক্ষার্থীরা বক্তব্য বলেন- গতকাল একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি, অত্যন্ত হৃদয়বিদারক, যা বাংলাদেশে কেন পৃথিবীর কোন প্রান্তে দেখিনি। যায়া এঘটনাটি ঘটিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,জুলাই আগস্টের ফ্যাসিবাদী আওয়ামী লীগ
সরকারকে যেভাবে প্রতিহত করেছে, ঠিক একইভাবে তাদেরকেও প্রতিহত করা হবে। ছাত্র জনতা কিন্তু বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রতিবাত করতে শিখে গেছে, ছাত্র জনতা কিন্তু এখন আর ভয় পায় না বলেন জানান শিক্ষার্থীরা। এ সময় আরো বলেন দোষীদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।