নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভালো করতে সরকার বদ্ধ পরিকর।
শুক্রবার (৪জুলাই) বিকেল ৩টার দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় অনুসন্ধান গ্যাস কূপ খনন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলপকালে তিনি এ কথা বলেন তিনি।
ফাওজুল কবির খান আরও বলেন, আগামী নির্বাচনে প্রত্যেক প্রার্থীর এজেন্টরা ভোটকেন্দ্রে থাকতে পারবেন। উন্মুক্ত ও সুষ্ঠুভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এ সময় নির্বাচনে জয়ীদের সরকার স্বাগত জানাবে বলেও জানান তিনি।
এ সময় তার সাথে বিদ্যুৎ ও জ্বালানী সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের এমডি প্রকৌশলী ফজলুল হক ও জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম স্হানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন