জামালপুর সংবাদ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
গতকাল সোমবার আপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ, গণকবরে অশনাক্ত শহীদদের লাশ ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, গুম-খুন-গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র আদায়।
এর মধ্যে আজ থেকে ৩৬ জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ, ৪ জুলাই বরিশাল বিভাগীয় গণসংযোগ, ৫ জুলাই রংপুর বিভাগীয় গণসংযোগ, ১১ জুলাই চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ, ১২ জুলাই সিলেট বিভাগীয় গণসংযোগ, ১৫ জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, ১৬ জুলাই দোয়া ও শহীদদের কবর জিয়ারত, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণ ও খুলনা বিভাগীয় গণসংযোগ। ১৯ জুলাই রাজশাহী বিভাগীয় গণসংযোগ ও ১৯ জুলাই মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ, ২০ জুলাই মেহনতি মানুষের প্রতিরোধ স্মরণ।
এ ছাড়া ২৫ জুলাই ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ, ২৬ জুলাই ঢাকা বিভাগীয় গণসংযোগ, ১ আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল, ৩ আগস্ট হাসিনার পতনের একদফা দাবি স্মরণ এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ দিবস উদযাপন।
জুলাই ঘোষণাপত্রের দাবিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজনে এবং সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করবে দলটি।