জামালপুর সংবাদ ডেস্ক: জামালপুরের ইসলামপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসের অভিযান ও ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সকালে ইসলানপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এই কার্যক্রমে উপজেলার ছয়টি নার্সারীর ছয় হাজার গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়।
এসময় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আখন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং ফসল উৎপাদন ব্যাহত করে থাকে। সরকার নিদর্শনা বাস্তবায়নে আমরা ছয়টি নার্সারীর ছয় হাজার একশত গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেছি।