1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিপ্রবিতে ৫১ জনের শাস্তি: ছাত্রলীগ নেতা স্বাধীনসহ ২১ জনকে বহিষ্কার  আরিফ উদ্দিন দেওয়ানগঞ্জ পৌর বিএনপি’র সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত ৯ বছর পর আগামীকাল জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দেওয়ানগঞ্জে সদরে বিক্রি হওয়া জমি বেদখলের পায়তারা করছে ওয়ারিশ! ইসলামপুরে ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ইসলামপুরে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ জাবিপ্রবিতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস ও শিক্ষক নিয়োগের দাবি দেওয়ানগঞ্জে এক ভোক্তভোগী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন ইসলামপুরে এক ভোক্তভোগীর সংবাদ সম্মেলন ইসলামপুর ধর্মকুড়া ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের মারধরের প্রতিবাদে মানববন্ধন 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনডিএফবিডি ডিবেটিং সোসাইটি বিতর্ক উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুল ইসলাম: “যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায়’এই স্লোগানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির দুই দিনব্যাপী বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার ও শনিবার  ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাবিপ্রবিডিসো) যৌথভাবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করে।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘শিবলি’ দল, যারা ফাইনালে ৩-২ ব্যালট ব্যবধানে পরাজিত করেছে একই বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ দলকে। অন্যদিকে, স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। রানার আপ হয়েছে সরকারি জাহেদা শফির মহিলা কলেজ, জামালপুর।

উৎসবের দ্বিতীয় দিনে সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডের পাশাপাশি অনুষ্ঠিত হয় আঞ্চলিক বির্তক, প্ল্যানচেট ডিবেট, তথ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। তরুণ বিতার্কিকদের যুক্তিবান, সহনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন ছিল বলে জানায় আয়োজকরা।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, এনডিএফ বিডি’র মহাপরিচালক এম আলমগীর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ড. সাদিকুর রহমান, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া খান,  সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মো: জাহিদুল আলম ও প্রভাষক আতিকুর রহমান।

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা যুক্তিভিত্তিক আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, তরুণদের জন্য এটি হবে ভবিষ্যতের নেতৃত্ব গড়ার একটি মাইলফলক।”

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “দুই দিনব্যাপী এই উৎসব অত্যন্ত সুন্দর পরিবেশে এবং সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী তরুণ বিতার্কিকদের অভিজ্ঞতা, বাচনভঙ্গি এবং যুক্তির দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। এটি তাদের চিন্তার গভীরতা ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন। জাবিপ্রবিতে এমন আয়োজন এই প্রথম হলেও আয়োজকরা শুরুতেই সফলতা দেখাতে পেরেছে, যা নিঃসন্দেহে গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিকতা ধরে রেখে ডিবেটিং সোসাইটি আরও দূর এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ আয়োজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন—সেই সকল শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠকদের আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি বিজয়ী ও অংশগ্রহণকারী সব দলের প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”

আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন ইউনাইটেড ট্রাস্ট এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সহ-স্পন্সর হিসেবে ছিল রাহেল অটোস।

দর্শক ও অংশগ্রহণকারীদের উৎসবকালীন অভিজ্ঞতা ও উচ্ছ্বাস প্রমাণ করে—জাবিপ্রবিতে যুক্তির বাতি জ্বালিয়ে দিয়েছে এই আয়োজন, যা আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা রেখে গেল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট