1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিপ্রবিতে ৫১ জনের শাস্তি: ছাত্রলীগ নেতা স্বাধীনসহ ২১ জনকে বহিষ্কার  আরিফ উদ্দিন দেওয়ানগঞ্জ পৌর বিএনপি’র সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত ৯ বছর পর আগামীকাল জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দেওয়ানগঞ্জে সদরে বিক্রি হওয়া জমি বেদখলের পায়তারা করছে ওয়ারিশ! ইসলামপুরে ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ইসলামপুরে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ জাবিপ্রবিতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস ও শিক্ষক নিয়োগের দাবি দেওয়ানগঞ্জে এক ভোক্তভোগী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন ইসলামপুরে এক ভোক্তভোগীর সংবাদ সম্মেলন ইসলামপুর ধর্মকুড়া ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের মারধরের প্রতিবাদে মানববন্ধন 

জাবিপ্রবিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

জাবিপ্রবি প্রতিনিধি:‘যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশায়’ এই স্লোগানকে ধারণ করে জামালপুরে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য বিতর্ক উৎসব। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাবিপ্রবিডিসো) যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। আগামী ২৭ ও ২৮ জুন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হবে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের পদচারণায়।

এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতার্কিকদের এক মিলনমেলার সৃষ্টি হবে। উৎসবে শুধু বিতর্কই থাকছে না, বরং তরুণদের জন্য থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালী, বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী এবং সংসদীয় ও বারোয়ারী বিতর্কের মতো মননশীল আয়োজন। এছাড়াও পাবলিক স্পিকিং, কুইজ প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট ডিবেট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলা হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এনডিএফ বিডি-র চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল (অব.) মো. রাশেদুল ইসলাম খান, জামালপুর রুরাল ডেভেলপমেন্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।

এছাড়াও, এনডিএফ বিডি-র সিনিয়র অ্যালামনাই ও বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম রাজন, মহাসচিব আশিকুর রহমান আকাশ এবং জাবিপ্রবিডিসো-এর উপদেষ্টা, প্রেসিডেন্ট রাবেয়া খান রিতু ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও রাহেল অটোস এবং জব সল্যুশান জামালপুর স্পন্সর হিসেবে সহযোগিতা করছে। খ্যাতিমান উপস্থাপক ও এনডিএফ বিডি-র মহাপরিচালক এম আলমগীর তার সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবেন বলে আশা করা হচ্ছে। উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট