1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিপ্রবিতে ৫১ জনের শাস্তি: ছাত্রলীগ নেতা স্বাধীনসহ ২১ জনকে বহিষ্কার  আরিফ উদ্দিন দেওয়ানগঞ্জ পৌর বিএনপি’র সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত ৯ বছর পর আগামীকাল জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দেওয়ানগঞ্জে সদরে বিক্রি হওয়া জমি বেদখলের পায়তারা করছে ওয়ারিশ! ইসলামপুরে ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ইসলামপুরে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন বাস্তবায়নকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ জাবিপ্রবিতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস ও শিক্ষক নিয়োগের দাবি দেওয়ানগঞ্জে এক ভোক্তভোগী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন ইসলামপুরে এক ভোক্তভোগীর সংবাদ সম্মেলন ইসলামপুর ধর্মকুড়া ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের মারধরের প্রতিবাদে মানববন্ধন 

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্ন ভোজের আয়োজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম,জাবিপ্রবি প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ আয়োজন করা হয়। জানা যায়,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মান রেখে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ আয়োজন করা হয়।

এবিষয়ে শিবিরের পক্ষ থেকে মোহাম্মদ মুরসালিন জানান, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা ঈদ পরবর্তী মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। আমাদের এই আয়োজনে প্রায় ৮০০ জন অংশগ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি চায় না এজন্য তাদের দাবী এবং বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি সম্মান রেখে আমরা গেইটের সামনে আয়োজন করেছি। এজন্য সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কে সাদুবাদ জানিয়েছে।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আরমান আলিফ বলেন, ‘ আমরা এখানে দেখলাম তাঁরা মূলত দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের কেন্দ্র করে। সবাই আমরা সুশৃঙ্খল ভাবে খাবার খেয়েছি। এখানে ছাত্রদল, ছাত্রশিবির সহ হিন্দু মুসলিম, খৃষ্টান সকলকে খাবার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমি চাই ছাত্রশিবির যেভাবে আয়োজন করেছে ছাত্রদল সহ বাকি দলগুলো যেন এমন শিক্ষার্থী বান্ধব প্রোগ্রামের আয়োজন করে।

উল্লেখ্য, গত ঈদুল আজহা উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে একটি গরু এবং দুটি খাসি কুরবানি দেওয়া হয়। ঈদের পরের দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ক্যাম্পাসের আশেপাশের দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কুরবানির মাংস সংরক্ষণ করে আজকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট