স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর ৬দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টা হতে সকাল ১০ঃ০০ টা পর্যন্ত বাংলাদেশ হেলথ্ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সম্মুখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে,স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক /সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরুণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে হেলথ্ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি সুলতান আলী, সাধারণ সম্পাদক ইমরান খান লিপু, সহ-সভাপতি মনিরুজ্জামান, আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আশিকুল হকসহ মায়াবী, তানজিমা খান, সেলিনা আক্তার,শামীমা, মোঃ ফারুক মিয়া, রাহাত চৌধুরী, জিয়াউল, মোস্তাক, রকিবুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হেলথ্ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন উপজেলা শাখা সাধারণ সম্পাদক ইমরান খান লিপু জানান, কার্যক্রম চলমান, শুধু রিপোর্ট দিচ্ছি না। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এ এম আবু তাহের বলেন, ওরা ন্যায্য দাবি আদায়ের জন্য করতে পারে, কিন্তু কাজ ফেলে রেখে করবে না। যদি সাংবিধানিক ন্যায্য দাবি আদায় করতে পারে, কিন্তু কাজ ফেলে রেখে না।