নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মেলান্দহে কুলিয়া ইউনিয়ন বিএনপি নেতারা টনকিবাজারের খাস জমি বেদখল বাণিজ্যের জেরে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।
অভিযোগ উঠেছে, মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপি কতিপয় বিএনপি নামধারী নেতাদের কোন জমি না থাকলেও প্রকৃত ব্যবসায়ীদের উচ্ছেদ করে নতুন করে ঘর তুলে খাস জমি বেদখল করার পায়তারা করছে । ফলে বাজারে প্রকৃত ব্যবসায়ীরা তাদের দীর্ঘ দিনের লিজ নেওয়া ব্যবসার জায়গা বেদখল সংকোচন হওয়ায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে।
এছাড়াও ভোক্তভোগী ব্যবসায়ীরা অনেকেই জানান, যার ডিসিআর কাটা ১০ফুট ;সে দখল করছে ২০ফুট।
এছাড়াও মহাসড়কের খালি জায়গাও বেদখল করে দোকানপাট তুলা হচ্ছে। শনিবার জমি বেদখল নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। টনকি বাজারে ব্যবসায়ী হরমুজ তার মৃত ভাই শামের জায়গা দখল করায় নিয়ে সংঘর্ষে আলহাজ(৪৫), শবিজল(৪০) ও নাজমুল(২০)সহ তিনজন আহত হয়েছে।
এব্যাপারে টনকি বাজার ইজারাদার জাহিদুল ইসলাম জাহিদ জানান,টনকি বাজারে কাচা বাজার ও কলা ব্যবসায়ীদের বসার জায়গা ও খাস জমি বেদখল হওয়ায় তাদের খাজনা আদায় কমে যাবে। কেও যেন সরকারি জায়গা বেদখল করতে না পারে এব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এব্যাপারে কুলিয়া ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা ও স্বেচ্ছাসেবক দল নেতা বাবুলের সাথে কথা হলে তারা জানান কুলিয়া টনকি বাজারে কোন জমি বেদখলের ব্যাপারে তারা কিছু জানেন না।