স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার ইসলামপুর বেলগাছা ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি ইসলামপুর পৌর এলাকার একটি স্থান হতে প্রদান করা হয়েছে। জানাগেছে, ইসলামপুর উপজেলার ২ নং বেলগাছা ইউনিয়নজা তীয়তাবাদী মৎস্যজীবী দল (পশ্চিম) শাখার একটি কমিটি উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক মোঃ সেলিম সরকার
ও সদস্য সচিব এনামূল হক মনি কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটিতে মোঃ রহিজল প্রামানিক আহবায়ক ও মোঃ জিয়াউল হক আকন্দ কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে দলের দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কমিটির প্রচার সম্পাদক বাবলু সরদার,বিশেষ অতিথি শ্রমিক দল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল ,বেলগাছা ইউনিয়ন সমাজ সেবক আফছার আলী আকন্দ নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে কমিটি প্রদান করেন।
এসময় নব গঠিত কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মজনু মন্ডল, মোঃ খোকন,সদস্য মোঃ রাজ্জাক, মোঃ মুনতাজ প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।