1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আপ বাংলাদেশের ৩৬দিনের কর্মসূচি ঝিনাইগাতী ইউএনও আশরাফুল আলম রাসেলকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান ইসলামপুরের ধর্ষণ মামলার বাদীর পরিবারের উপর হামলা ঘটনার প্রধান আসামী ইলিয়াস আটক ইসলামপুর কুলকান্দি ইউপি সদস্য আব্দুর রহিম খুন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনডিএফবিডি ডিবেটিং সোসাইটি বিতর্ক উৎসব অনুষ্ঠিত ইসলামপুরে ধর্ষণ মামলা আসামী জামিন না হওয়ায় বাদী পরিবারের উপর হামলা জাবিপ্রবিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার জাবিপ্রবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্ন ভোজের আয়োজন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো উন্মুক্ত

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবুল খান, সম্পাদক রতন

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

হৃদয় হাসান ইকবাল,মাদারগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ প্রায় দেড় যুগ পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে বালিজুড়ী এফ.এম. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি এবং মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মঞ্জুর কাদের বাবুল খান ছিলেন আগের কমিটির আহ্বায়ক এবং মিজানুর রহমান রতন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ প্রায় দেড় যুগ আগে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো সম্মেলন আয়োজন করতে পারেনি দলটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আবার সক্রিয় হয়ে ওঠেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মিজানুর রহমান রতন ও জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লাঞ্জু, জিল্লুর রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক মাসুদ খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ।

বিকেলে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ফায়েজুল ইসলাম লাঞ্জু (প্রতীক: চেয়ার) এবং মঞ্জুর কাদের বাবুল খান (প্রতীক: সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রতন (প্রতীক: ছাতা) এবং আব্দুল মান্নান (প্রতীক: মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন শেষে মঞ্জুর কাদের বাবুল খান ২৫৩ ভোট পেয়ে সভাপতি এবং মিজানুর রহমান রতন ২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।”

সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, “বিগত সরকারের লোকজন আমাদের ওপর মামলা-হামলা করে অত্যাচার-নির্যাতন করেছে। তবুও আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম। তারা আমাকে মূল্যায়ন করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট