ওসমান হারুনী,জামালপুর সংবাদ ডেস্ক:
জামালপুরের ইসলামপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রবেশদ্বারে ছাদচুয়ে আগতদের মাথায় পানি পড়ছে।
ইসলামপুর উপজেলা ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পুরাতন ভবনে ঢুকতেই দুতলা উপরে নার্সিং সুপার ভাইজার রুমের বাথরুমের পাশ হতে পানি ছাদ চুয়ে নিচে পড়ছে হাসপাতালে সেবা নিতে আস রুগী,স্বজন ও ডাক্তারসহ হাসপাতালে স্টাফদের মাথায়।
হাসপাতালে আগত শাহনেওয়াজ সুলতান,খাদিজা ও মাজেদা জানান,পচা দূর্গন্ত পানি তাদের মাথা ও শরীরে পড়ায় অসুস্থ হওয়ার সব্ভাবনা রয়েছে।
তাই স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটজ রুরী ভিত্তি পানিপড়া বন্ধের প্রয়োজনীয় ব্যবস্হা জানিয়েছেন