1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আপ বাংলাদেশের ৩৬দিনের কর্মসূচি ঝিনাইগাতী ইউএনও আশরাফুল আলম রাসেলকে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান ইসলামপুরের ধর্ষণ মামলার বাদীর পরিবারের উপর হামলা ঘটনার প্রধান আসামী ইলিয়াস আটক ইসলামপুর কুলকান্দি ইউপি সদস্য আব্দুর রহিম খুন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনডিএফবিডি ডিবেটিং সোসাইটি বিতর্ক উৎসব অনুষ্ঠিত ইসলামপুরে ধর্ষণ মামলা আসামী জামিন না হওয়ায় বাদী পরিবারের উপর হামলা জাবিপ্রবিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার জাবিপ্রবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্ন ভোজের আয়োজন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো উন্মুক্ত

ইসলামপুরে বিএনপি’র আন্তর্জাতিক মে দিবস পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ইসলামপুর অফিস:

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস জামালপুরের ইসলামপুরে বিএনপি ও শ্রমজীবীরা নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে।

বৃহস্পতিবার মে দিবসে শহরে উপজেলা বিএনপি’র দুইটি গ্রুপ ও বিভিন্ন সংগঠনের কর্মজীবীরা পৃথক পৃথক ব্যানারে শোভাযাত্রা বের করে।

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু নেতৃত্বে ইসলামপুর অডিটরিয়াম থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। বটতলা চত্বরে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিনের

সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম সহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবীর আহম্মেদ বিপুল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নাজিম হেসেন লোমানসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি  ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বক্তারা বলেন, বিএনপি সবসময় শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও শ্রমের মর্যাদা রক্ষায় আপোষহীন সংগ্রাম করে এসেছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ ছিল, আছে এবং থাকবে।

অপরদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের নেতৃত্বে ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে থানা মোড় বটতলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।এছাড়াও  জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা পরিবেশ ও শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলমসহ অনেকেই বক্তব্য রাখেন।

প্রধান অতিথি এএস এম আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফাই এদেশের মানুষের প্রকৃত মুক্তির সনদ। এই ৩১ দফার মধ্যেই শ্রমিকদের অধিকার ও মর্যাদা সংরক্ষিত আছে। তাই আমাদেরকে সকল শ্রেণি-পেশার মানুষের মান-মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৎ, যোগ্য, দক্ষ, সুশিক্ষিত ও দুর্নীতিমুক্ত মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট