ইসলামপুর অফিস:
জামালপুরের ইসলামপুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলার কারণে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রসায়ন এবং ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দুজন শিক্ষক ও ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষার কেন্দ্রের ছয়জনসহ মোট ৮ শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলার কারণে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসা কেন্দ্রে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন আবুল কাশেম (হাড়িয়াবাড়ী দাখিল মাদ্রাসা), সেলিম মিয়া (পচাবহলা দাখিল মাদ্রাসা), শহিদুল ইসলাম (মরাকান্দী দাখিল মাদ্রাসা), বিপুল রানা (কান্দার চর দাখিল মাদ্রাসা), রিদুয়ানুল হক (ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা) ও মোস্তাফিজুর রহমান (রামভ্রদা দাখিল মাদ্রাসা)।
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র দুইটি পরিদর্শনে গিয়ে কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলা করা বিষয়টি নজরে আসলে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
পরীক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু ও স্বচ্ছ থাকে, সে বিষয়ে আমরা শুরু থেকেই কঠোর নজরদারিতে রয়েছি। কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”
উল্লেখ্য, চলতি বছর ইসলামপুর উপজেলায় ১০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৪ হাজার ২৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জন পরীক্ষার্থী রয়েছে।