ইউনিয়ন পরিষদের টিআর,কাবিখাসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বরাদ্দ লুটপাট ও অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের আয়োজনে গোয়ালেরচর শাপলা চত্বরে
মানববন্ধন চলাকালে গোয়ালেচর ইউনিয়ন বিএনপির
সভাপতি আব্দুর করিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাগাল, যুগ্ম সাধারণ নজরুল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক পারভেজ,আলী হোসেন, মুছা, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ আতিকুর রহমান মিন্টু, ইউপি সদস্য আমিনুল সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের টিআর,কাবিখাসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বরাদ্দ লুটপাট ও টিসিবি তালিকা তৈরি স্বজন প্রীতি, অনিয়ম-দূর্নীতির প্রতিবাদ জানান এবং আওয়ামী লীগ সরকারের দোসর গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার অপসারণ দাবি জানান।
এব্যাপারে গোয়ালেরচর চর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ অস্বীকার করেছেন।