ওসমান হারুনী,জামালপুর সংবাদ ডেস্ক:
জামালপুরের ইসলামপুর ৪নং চর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন শিক্ষক এবং অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) উপজেলার ৪নং চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে বহিষ্কৃত শিক্ষকরা দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরে সহযোগিতা এবং পরীক্ষার আচরণবিধি ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত সহকারী শিক্ষকরা হলেন ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের নাছিমা বেগম, বেনুয়ার চর এম.এইচ. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শাহজাহান কবির, ৪নং চর হাই স্কুল অ্যান্ড কলেজের রহুল আমিন ও পোড়ার চর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল সরদার।
এছাড়াও একই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, দায়িত্বে অবহেলার দায়ে ৫ জন শিক্ষক এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে।