নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জে নানা আয়োজনের ভেতর দিয়ে শুভ নববর্ষ পালিত হয়েছে।
সোমবার( ১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলাপরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়ে, র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা অংশ গ্রহন করেন সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান আসিফ,মডেল থানা অফিসার( ওসি) নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ জয়নাল আবেদ্দীন, মৎস্য অফিসার শফিউল আলম, নির্বাচন অফিসার, এ কে এম মুছা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্টানের বিজয়দের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অপর দিকে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি পালন করেন, সকালে দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা বিএনপি সহ সভাপতি বাবু শ্যামল চন্দ,সাধারন সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন,পৌর বিএনপি সভাপতি মন্জুরুল হক মন্জু, সাধারন সম্পাদক আতিকুর রহমান সাজু, যুব দলের আহবায়ক মনজু হোসেন মন্জু,সিনিয়র যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আল মামুন, সেচ্চাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদ্দীন,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম লাভলু, সাবেক পৌর কাউন্সিলর মহসিন আলী বিপ্লব সহ বিএনপি, সহযোগী সংগঠনের নেতা কর্মী।