হৃদয় হাসান ইকবাল, মাদারগঞ্জ প্রতিনিধি:
মাদারগঞ্জ উপজেলার সানশাইন একাডেমি প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩এপ্রিল) মাদারগঞ্জ উপজেলা হলরুমেপুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সানশাইন একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মঞ্জুল কাদের বাবুল খান।
সানশাইন একাডেমির অধ্যক্ষ গোলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও একাডেমির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, পরিচালনা পর্ষদের সদস্য সচিব শাহজাহান আলী এবং পরিচালক কাওসার চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন এবং বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। কয়েকজন কৃতী প্রাক্তন শিক্ষার্থী মঞ্চে উঠে বক্তব্য প্রদান করেন, যা সবাইকে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং নাটিকা পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।