জামালপুর সংবাদ ডেস্ক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩মার্চ) শহরের তমালতলা পৌর সুপার মার্কেটে জামালপুর জেলা প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডা.আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ-বিন-রশিদ।
এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে জেলা প্রেসক্লাবে সভাপতি ফজলে এলাহী মাকাম ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ অ্যাডভোকেট রিশাত রেজোয়ান, জামালপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসূফ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুকুল রানা, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক তানভীর আহম্মেদ হিরাসহ জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এতিম শিশু ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।