1. live@jamalpursangbad.com : জামালপুর সংবাদ : জামালপুর সংবাদ
  2. info@www.jamalpursangbad.com : জামালপুর সংবাদ :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

জামালপুর সংবাদ ডেস্ক:

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জামালপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয় এই সমাবেশের আয়োজন করে।

জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এছাড়া ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানসহ দেশের নিরাপত্তায় বিশেষভাবে ভূমিকা পালন করে। এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম ছাড়াও সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমে বিভিন্ন ভালো কাজে অবদান রাখায় ৫০ জন সদস্যের মাঝে ৭টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট