মেলান্দহে একসাথে ৪ ইউ পি চেয়ারম্যান গ্রেফতার
জিল্লুর রহমান রতন,নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহে একসাথে ৪জন আওয়ামীলীগের ইউ পি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান। তাঁরা সবাই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
জানা গেছে, ওই ৪জন ইউপি চেয়ারম্যান মেলান্দহ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়েছিলেন। সভা শেষে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলমান। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা, নির্যাতন ও নাশকতার অভিযোগ রয়েছে।
Like this:
Like Loading...